হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জে নার্স লাঞ্ছনার ঘটনায় সাবেক যুবলীগ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে লাঞ্ছনার ঘটনায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৮ জন সিনিয়র স্টাফ নার্স।

এ ছাড়া এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান স্বাক্ষরিত এক চিঠিতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

এর আগে গত রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে কর্তব্যরত নার্স ফরিদা ইয়াসমিনকে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত মাসুদ রানা শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর সৌদিপাড়া মহল্লার বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

লিখিত অভিযোগে বলা হয়, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে কর্মরত ছিলেন নার্স ফরিদা ইয়াসমিন। এ সময় টিকিট ছাড়াই নার্সের কাছ থেকে ডায়াবেটিসের ওষুধ চান মাসুদ রানা। কিন্তু হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এতে নার্সকে অকথ্য ভাষায় গালাগালসহ অশালীন আচরণ করেন তিনি।

একপর্যায়ে মাসুদ রানা পায়ের জুতা খুলে তাঁর দিকে তেড়ে যান। এ সময় অজ্ঞান হয়ে পড়লে ফরিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানার ওসিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়