সিরাজগঞ্জের বেলকুচিতে জিহাদি বইসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহীম আজিজ (২৬) উল্লাপাড়া থানার নলসন্দা গ্রামের মোকদম আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি জিহাদি বই জব্দ করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দৌলতপুরে জিহাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় জিহাদি বইসহ ইব্রাহীম আজিজ নামের এক যুকবকে গ্রেপ্তার করি। তাঁর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।