হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

প্রতিনিধি

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এবং বেলকুচির শমেষপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলহাজ্ব বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাঘমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ও উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৫) এবং বেলকুচি উপজেলার শমেষপুরে কৃষক ইউসুফ আলীর স্ত্রী লাইলী বেগম (৩০)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) শাহ মোহাম্মদ শামচুজ্জোহা ও কায়েমপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, বিকেলে কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে আব্দুল্লাহ (২৬) বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন। এ সময় ঝড় ও বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নরিনা ইউপির বাতিয়া গ্রামের স্থানীয় আলতাফ হোসেন জানান, বিকেলে বাতিয়া গ্রামের আলহাজ বাবুর্চি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তাঁরা দুজন দৌড়ে বাড়ি ফেরার সময় আলহাজ বাবুর্চি বজ্রাহত হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিকেলে ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রাম কবরস্থানের কাছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল ও আঙ্গারু কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মো. শফিকুল ইসলাম জানান, সকালে পার্শ্ববর্তী বাঙ্গালা ইউনিয়নের দরিয়াল বিলে হাঁসের বাথান নিয়ে যান রফিকুল ইসলাম। হাঁস চরানো শেষে বিকেলে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়–বৃষ্টির কবলে পড়েন। এসময় বজ্রপাত হলে রফিকুল ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে বেলকুচির রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, একই সময়ে শমেষপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাত হলে গৃহবধূ লাইলী বেগমের মৃত্যু হয়।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা