হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বলছেন, তাঁরা একজন গুলিবিদ্ধ হওয়া তথ্য পেয়েছেন।

গুলিতে আহত যুবকেরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্ৰামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুর গ্ৰামের সুলতানের ছেলে সুমন (২৮)।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ৭-৮ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪ /৫-এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২-৩টি গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে দেশের অভ্যন্তরে চলে আসে দলটির অন্য সদস্যরা। পরে গোপনে তাঁদের রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজকের পত্রিকাকে বলেন, সেলিম নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সীমান্তে চোরাকারবারি ধাওয়া দেওয়ার কথা স্বীকার করলেও গুলি করেনি বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আহত সেলিমের বাড়িতে গেলেও তাঁর বাবাকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু পরিবারের অন্যরা এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখান।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল