হোম > সারা দেশ > রাজশাহী

উন্নয়নের বদলে শেখ হাসিনাকে ভোট উপহার দিন: নানক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সারা দেশের মতো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে ভোট দেবেন। এত উন্নয়ন দেখে আপনাদের মন চায় না শেখ হাসিনাকে একটা উপহার দিতে? তিনি যে উন্নয়ন করেছেন, তার বিপরীতে তাঁকে একটি ভোট উপহার দিন। মতভেদ ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন।’ 

আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। জেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। 

নানক বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা আপনাদের কাছে ভোটের দাবি নিয়ে এসেছেন। আমরা ভোট চাইব না তো কারা ভোট চাইবে? বিএনপি-জামায়াত সরকার সারা দেশের মানুষকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে অন্ধকারে রেখে গেছিল। চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিদ্যুৎকেন্দ্র আগুনে পুড়িয়েছে। অপর দিকে, শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে। বর্তমানে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় বাংলাদেশে। তাই নৌকায় ভোট দাবি আমাদের যৌক্তিক দাবি।’ 

নানক আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্ব যখন থমকে গেছে, তখন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সামাল দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রিম টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছেন। বিশ্বের অগ্রসর অনেক দেশ যেখানে ভ্যাকসিন পায়নি, সেখানে বাংলাদেশের মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।’ 

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ প্রমুখ।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে