হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় পাঁচজন ছুরিকাহত: নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ ব্যবসায়ীদের

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে পাঁচজন ছুরিকাহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার রাজিব হোসেনের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫) ও শাজাহানপুর উপজেলার চক দোহার গ্রামের আব্দুল বাছেদ (৬৫)। আব্দুল বাছেদ রেলওয়ে মার্কেটে মালামাল কিনতে এসে হামলার শিকার হন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে রিয়াদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই এলাকা থেকে চলে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে তরুসহ কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহতেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে রেলওয়ে মার্কেটে আসা সাধারণ মানুষকে ছুরিকাঘাতের প্রতিবাদে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে বগুড়া শহরের স্টেশন রোড অবরোধ করেন। 

ব্যবসায়ীদের দাবি, রেলওয়ে মার্কেটে গলির মধ্যে হরিজন কলোনির আশপাশে সন্ধ্যার পর মাদক বিক্রি হয়। মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মারধরের ঘটনা ঘটে। 

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, আহতদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা