হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া সড়ক দুর্ঘটনায় স্বামীর পর স্ত্রী মৃত্যু, হাসপাতালে ভর্তি ছেলে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় স্বামীর পর স্ত্রীও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁদের ছেলেসহ আরও তিনজন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, কেরামত আলী (৪৫) ও তাঁর স্ত্রী মিনারা বেগম (৩০)। এতে আহত হয়েছেন, ওই দম্পতির ছেলে মুনতাসীর মাহির (১৬), অটোযাত্রী হাসান (২৪) ও সুফিয়ান (২৫)। তাঁরা শাজাহানপুর উপজেলার বাসিন্দা। 

হতাহতদের নামপরিচয় নিশ্চিত করে শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজুর রহমান বলেন, কেরামত বগুড়ার মাঝিড়া সেনানিবাসে রাজমিস্ত্রর কাজ করতেন। এ ঘটনায় দম্পতির ছেলে সেনাবাহিনীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এসআই বলেন, বগুড়ার বনানী এলাকা থেকে একটি অটো যাত্রী নিয়ে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিল। পথে বেতগাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘আগমনী’ নামের একটি যাত্রীবাহী বাস ওই অটোকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটো চালকসহ ছয়জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে কেরামত মারা যান। ওই দিন রাতে সেনাবাহিনীর বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁর স্ত্রী। তাঁদের ছেলেসহ চারজন চিকিৎসাধীন রয়েছে। আর আহত অবস্থায় পালিয়ে গেছেন অটোচালক। 

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের