হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এমপি না হলেও সংসদীয় কমিটিতে এখনো আছি: বললেন সাবেক এমপি কবিতা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

ব্যক্তিগত গাড়িতে বাংলাদেশ জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে তিনি উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। 

এ সময় সংসদ সদস্য না হয়েও গাড়িতে জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করছেন এমন প্রশ্নের জবাবে মেরিনা জাহান কবিতা বলেন, ‘আমার নানান রকমের কাজ আছে। যেহেতু আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সদস্য, আমার সংসদীয় অনেক কাজ আছে। এমপি না হলেও সংসদীয় কমিটিতে আমি এখনো আছি। মহিলা বিষয়ক কমিটিতে। আমি এমপি লেখা স্টিকার ব্যবহার করিনি। এটি জাতীয় সংসদ লেখা।’ 

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ যদি সংসদ সদস্য না হন তাহলে তিনি জাতীয় সংসদ লেখা স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন না। এটি যিনি করেছেন তিনি কাজটি ঠিক করেননি।’

২০২১ সালে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মারা গেলে উপ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেরিনা জাহান কবিতা সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তাঁর ছোট ভাই চয়ন ইসলাম।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা