হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশ করছিলেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতাহাতির ঘটনায় দুই পক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন।

জানতে চাইলে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তাঁরা কলেজে নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা অধ্যক্ষের কাছে অনুমতি নিতে যান। তখন তাঁদের পরিচয়পত্র দেখতে চান ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁদের দুজনকে মারধর করা হয়েছে।

সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, ‘শিবির এই কলেজে আমার কবর দেবে বলে হুমকি দিয়েছে। শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে।’

আজ বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে ফোন করা হলেও তিনি ধরেননি। এদিকে বিকেলে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক