হোম > সারা দেশ > পঞ্চগড়

ছোবলের পর জ্যান্ত সাপ বয়ামে ভরে হাসপাতালে হাজির বৃদ্ধা

পঞ্চগড় প্রতিনিধি 

বয়ামের ভেতর রাখা জ্যান্ত সাপ। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোখরা সাপের ছোবল খাওয়ার পর এক বৃদ্ধা জ্যান্ত সাপটিকে বয়ামে ভরে হাসপাতালে হাজির হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সাপের ছোবল খাওয়া বৃদ্ধার নাম সুমিত্রা রানী (৬০)। তিনি দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে ঘর পরিষ্কার করছিলেন সুমিত্রা রানী। এ সময় একটি বয়াম নাড়াচাড়া করতে গেলে হঠাৎ গোখরা সাপ তাঁকে ছোবল মারে। চিৎকার শুনে ছেলে সুরেশ চন্দ্র রায় এগিয়ে এসে সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে একটি বয়ামে ভরে মাকে নিয়ে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, ‘বিকেলের দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। নিশ্চিত হওয়ার পরপরই তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, তাঁরা জীবিত সাপটিও সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে সব সময়ই অ্যান্টিভেনম মজুত থাকে। তাই কোনো সাপে কামড়ানো রোগী এলে দেরি না করে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। উন্নত চিকিৎসার জন্য সুমিত্রা রানীকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ