হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে চিকিৎসকদের পদায়ন ও ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে অনশন

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের অনশন। ছবি: আজকের পত্রিকা

চিকিৎসক, অবকাঠামো ও জনবলসহ ২৫০ শয্যা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চালুর দাবিতে অনশন করেছে স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এই কর্মসূচি।

জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এ আশ্বাসের ভিত্তিতে দুপুরের পর তাঁরা পানি পান করে অনশন ভাঙেন।

অনশনে বক্তারা জানান, দীর্ঘদিন থেকে চিকিৎসক ও জনবলের সংকটে ভুগছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার সব সরকারি হাসপাতাল। জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক-জনবলসহ ২৫০ শয্যাবিশিষ্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে বলে জানান তারা।

দুর্ঘটনা ও গুরুতর অন্য রোগীদের দিনাজপুরে কিংবা রংপুর পাঠানো হয়। এখানে উন্নত চিকিৎসা হয় না। ভবন নির্মাণের পরও পূর্ণাঙ্গ রূপে হাসপাতালটির কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ডাক্তারসহ জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ রূপে ২৫০ শয্যা হাসপাতাল চালুর দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, উপসমন্বয়ক ওয়াসিম আকরাম, সানাউল্লাহ, মানিক খানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী