হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় নদীতে ভাসছিল নিখোঁজ যুবকের হাত বাঁধা মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজ এক যুবকের হাত বাঁধা লাশ পাওয়া গেছে। তাঁর নাম আজিম উদ্দীন (৩০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার আজিজ নগর এলাকায় গোবরা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আজিম উদ্দীন ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় চা-শ্রমিক ছিলেন। 

পুলিশ বলছে, আজিম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরে তাঁকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজিম উদ্দীন গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করলেও আজিমের সন্ধান চালিয়েছেন বিভিন্ন এলাকা ও পরিচিতজনদের কাছে। পরে আজ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

এদিকে গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসছে, বিষয়টি শোনার পর আজিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা লাশটি আজিমের বলে শনাক্ত করেন। 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ৪-৫ দিন পানিতে থাকায় ফুলে গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেব।’

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী