হোম > সারা দেশ > পঞ্চগড়

‘নিজের গুলিতে’ মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় পুলিশ সদস্যের

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ‘নিজের গুলিতে’ মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদের (২৫)। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসংলগ্ন পঞ্চগড় শাখা সোনালী ব্যাংকের ভেতরে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম এই তথ্য জানান।

মৃত ফিরোজ আহম্মেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা নাম প্রকাশ না করে জানান, রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ফিরোজ আহম্মেদের ঝগড়া হয়। একপর্যায়ে নিজের রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আমির হোসেন বলেন, গভীর রাতে গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থান থেকে তখন রক্ত বের হচ্ছিল। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, নিজের কাছে থাকা রাইফেল দিয়ে মাথায় গুলি করে ফিরোজ আহম্মেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা। মৃত পুলিশ সদস্যের স্বজনদের ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা