হোম > সারা দেশ > পঞ্চগড়

উড়োজাহাজে কলকাতায় এনে পঞ্চগড় দিয়ে পুশইন ২১ জনকে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।

আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে