হোম > সারা দেশ > পঞ্চগড়

চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না: পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড় প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁটানো পোস্টার। ছবি: আজকের পত্রিকা

‘চাকরির জন্য তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ’—এমন সতর্কবার্তা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁটানো হয়েছে একটি পোস্টার, যেখানে লেখা রয়েছে, ‘চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।’

সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৫০০০ জন চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন। তদবিরের কোনো সুযোগ নেই।’

চাকরি প্রত্যাশীদের মধ্যেও এই সতর্ক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পরীক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘ডিসি স্যার যেটা করছেন সেটা খুবই ভালো। আমাদের মতো সাধারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হচ্ছে যে, চাকরি পেতে এখন শুধু পড়ালেখা করলেই চলবে।’ আরেক পরীক্ষার্থী নিশাত তাসনিম বলেন, ‘এমন উদ্যোগ থাকলে সমাজে অন্যায়ভাবে চাকরি পাওয়ার প্রবণতা কমবে। যোগ্যদেরই সুযোগ মিলবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কেন্দ্রভিত্তিক সময়সূচি ও অন্যান্য নির্দেশনা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

এ দিকে সতর্ক বার্তা ও প্রচারণা চালানোর কারণে পঞ্চগড়ের চাকরি প্রত্যাশীদের মধ্যে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আশ্বাস তৈরি হয়েছে। অনেকে বলছেন, অন্যান্য জেলাতেও এমন দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে