হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতে পাচারের সময় তেঁতুলিয়া সীমান্তে ৩ রোহিঙ্গা আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে দুজন কিশোরী ও একজন তরুণী রয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিনজনকে তেঁতুলিয়ার মডেল থানায় হেফাজতে রাখা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। 

আটক তরুণীর নাম নুরছাফা (১৮)। বাকি দুজন কিশোরী। তারা তিনজনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন শারিয়ালজোত বিওপি গোপন সূত্রে জানা যায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে এক মানব পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছে। পরে সকাল ৭টার দিকে বিজিবির টহল দল ও স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের প্রাথমিক এলাকায় পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া দিলে পাচারকারীরা পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণী ও কিশোরকে বিজিবির টহল দল আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই তিনজন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মাধ্যমে ওই এলাকায় আসে। জনপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে তাদের এখানে আনা হয়। দালালের মাধ্যমে ভারতের যাওয়ার চেষ্টা করছিল তারা। 

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী