হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতে পাচারের সময় তেঁতুলিয়া সীমান্তে ৩ রোহিঙ্গা আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে দুজন কিশোরী ও একজন তরুণী রয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিনজনকে তেঁতুলিয়ার মডেল থানায় হেফাজতে রাখা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। 

আটক তরুণীর নাম নুরছাফা (১৮)। বাকি দুজন কিশোরী। তারা তিনজনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন শারিয়ালজোত বিওপি গোপন সূত্রে জানা যায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে এক মানব পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছে। পরে সকাল ৭টার দিকে বিজিবির টহল দল ও স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের প্রাথমিক এলাকায় পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া দিলে পাচারকারীরা পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণী ও কিশোরকে বিজিবির টহল দল আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই তিনজন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মাধ্যমে ওই এলাকায় আসে। জনপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে তাদের এখানে আনা হয়। দালালের মাধ্যমে ভারতের যাওয়ার চেষ্টা করছিল তারা। 

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে