হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় মা ও ছেলে নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ঢাকাগামী নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদীঘি ইউনিয়নের লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন আফরোজা বেগম (৫০) ও তাঁর ছেলে মিশু (২৬)। তাঁরা বোদা উপজেলার সদর ইউনিয়নের উলিপুকুরি-মন্ডলের হাট এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে। 

ওসি সুজয় রায় পরিবারের বরাত দিয়ে বলেন, নাতনির অসুখের খবর পেয়ে আজ রোববার রাত প্রায় ৮টায় মোটরসাইকেলে ছেলেকে নিয়ে আফরোজা পঞ্চগড়ে মেয়েজামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি ঢাকাগামী নৈশকোচ তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মা-ছেলে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

সুজয় রায় আরও বলেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে।

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা