হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম আতিকুল্লাহ বাবু (২৬)। তিনি থ্রি-হুইলারটির চালক এবং জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি-হুইলার চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটির চালক আতিকুল্লাহ গুরুতর আহত হন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক থ্রি-হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে