হোম > সারা দেশ > পঞ্চগড়

দেবীগঞ্জ পৌর নির্বাচনে আ. লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রতিনিধি, পঞ্চগড়

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দেবীগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত চার বিদ্রোহী প্রার্থী হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন নিউটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত দলের চারজন ব্যক্তি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী ও গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারার সম্পূর্ণ লঙ্ঘন। তাই কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (৫ সেপ্টেম্বর) লিখিত আকারে চারজন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার ও গঠনতন্ত্রের ৪৭ এর (চ) এবং (ছ) ধারা মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট স্থায়ী বহিষ্কারের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁদের চারজনকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ১৩ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন। করোনা পরিস্থিতির কারণে দুইবার নির্বাচন স্থগিত হওয়ার পর ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর দেবীগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ