হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে ডুবে রোকনুজ্জামান রোকন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের গাইঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। তিনি আজকের পত্রিকাকে  বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান বলেন, রোকন ওই এলাকার কাশেম আলীর ছেলে। সে স্থানীয় গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

জুমার নামাজের আগে রোকন তার বাবা ও দাদার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে পাট জাগ দিতে যায়। পরে শিশুটিকে পুকুরের কাছে রেখে বাবা ও দাদা পাট জাগ দিতে পুকুরে নামেন। এসময় সে তাদের অগোচরে পুকুরে নামলে পানিতে ডুবে যায় শিশুটি । পরে তার বাবা ও দাদা তাকে না পেয়ে পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে