হোম > সারা দেশ > পঞ্চগড়

চিকিৎসক হতে চাই বলে প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাইল জান্নাত

তানিম আহমেদ, পঞ্চগড় থেকে

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে জান্নাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। প্রধানমন্ত্রীর ছবি ঘরে টানিয়ে রেখেছেন জান্নাত। তাই এলাকাবাসী তাকে শেখ হাসিনার জান্নাত বলেই চেনে বলে জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার আশ্রয়ণের ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী জান্নাতের কথা শুনে বলেন, ‘আমি আমার জান্নাতের সঙ্গে কথা বলব, কোথায় সে?’ এ সময় জান্নাত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। জান্নাত বলে, ‘আমি কাজলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমার ঘরে আপনার ছবি আছে। আমি প্রতিদিন সকালে আপনার ছবি নিজে পরিষ্কার করি। তারপর পড়তে বসি।’

জান্নাত বলে, ‘আমি আপনাকে অনেক ভালোবাসি, পছন্দ করি। আপনার দেওয়া ঘরে আমরা থাকতেসি, পড়াশোনা করতেসি। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই, গরিব ও অসহায় মানুষের সেবা করতে চাই। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই, বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চাই। আমার জন্য দোয়া করবেন।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চগড়ে আসার দাওয়াত দেয় স্কুলশিক্ষার্থী জান্নাত। বলে, ‘আপনি আসলে আমরা খুশি হব। আপনাকে শুধু টিভিতে, ছবিতে দেখি। সামনাসামনি কখনো দেখিনি।’

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খুব খুশি হলাম তোমার সঙ্গে কথা বলে। মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করবে।’

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে