হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম তানভীর হোসেন (১০)। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার সহপাঠীদের সঙ্গে মাঠে খেলতে যায়। এ সময় খেলার একপর্যায়ে মাঠের উত্তর পাশে থাকা পুকুরে তাদের মধ্যে দুজন গোসল করতে নামে। পরে তাদের দেখে তানভীরও পুকুরে নামে গোসল করার জন্য।

কিন্তু তানভীর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে তারা সঙ্গে থাকা সহপাঠীরা পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করে। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হবে।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী