আজ শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। এলাকাবাসী জানান, রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী আরও দু-এক দিন এমন তাপমাত্রা থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
স্থানীয় আলিমদ্দীন বলেন, শিশুরা ঠান্ডায় ঘর থেকে বের হতে চায় না। স্থানীয় লতিফা (৩০) বলেন, বাড়ির সব চেয়ে ছোট বাচ্চাটার দুই দিন থেকে জ্বর-সর্দি।
চলতি জানুয়ারি মাসে ২৯ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে আড়াই হাজার শীতবস্ত্র পাওয়া গেছে, এগুলো বিতরণ হচ্ছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।