হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নিউ ডক্টরস প্যাথলজিতে সেনাবাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ‘নিউ ডক্টরস প্যাথলজি’তে অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার এমআর কলেজ রোড নিউ ডক্টরস প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেন। এ ছাড়া পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষে অভিযানটিতে অংশ নেন চিকিৎসক জান্নাতুল ফেরদৌস (নিতু)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কিছু যন্ত্রপাতির সঙ্গে ব্যবহৃত পার্সেস রসিদের মিল না থাকার বিষয়টিও উঠে আসে।

জান্নাতুল ফেরদৌস (নিতু) বলেন, ‘প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানো এবং যন্ত্রপাতির সঙ্গে রসিদের অমিল—এই দুই বিষয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে