হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নিউ ডক্টরস প্যাথলজিতে সেনাবাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ‘নিউ ডক্টরস প্যাথলজি’তে অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার এমআর কলেজ রোড নিউ ডক্টরস প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেন। এ ছাড়া পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষে অভিযানটিতে অংশ নেন চিকিৎসক জান্নাতুল ফেরদৌস (নিতু)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কিছু যন্ত্রপাতির সঙ্গে ব্যবহৃত পার্সেস রসিদের মিল না থাকার বিষয়টিও উঠে আসে।

জান্নাতুল ফেরদৌস (নিতু) বলেন, ‘প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানো এবং যন্ত্রপাতির সঙ্গে রসিদের অমিল—এই দুই বিষয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা