পঞ্চগড়ে ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম রুবেল বলেন, গত ৩১ জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়। সেখানে 'পঞ্চগড়ে ওষুধ দোকানগুলোতে নকল ও ভেজাল ওষুধে সয়লাব' এমন শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছিল।
সহসভাপতি আরও বলেন, ওই সংবাদে প্রতিবেদক পঞ্চগড়ের কোন ওষুধের দোকানে এবং কোন কোন দোকানে ভেজাল ও নকল ওষুধ রয়েছে তার কোন উল্লেখ করে নাই। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ওষুধের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন প্রতিবেদন প্রকাশ করায় ক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতি জেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রুবেল, সহসভাপতি আক্তারুজ্জামান, সংগঠনটির সভাপতি মোবাশ্বের হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম প্রমুখ।