হোম > সারা দেশ > পঞ্চগড়

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

জনপ্রতিনিধি ছাড়া কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘জনপ্রতিনিধি ছাড়া সরকারি কর্মকর্তা দিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়া যায় না। নাগরিকেরা ভোগান্তির শিকার হয়, সময় ক্ষেপণ হয়। এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে ও সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে আমরা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে পারব।’

আজ বুধবার পঞ্চগড়ের আটোয়ারীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তি তা মেনে নিতে পারেনি তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নানাভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার চেষ্টা করেছে। যখন আমরা জাতিগত ও রাজনৈতিক ঐক্য দেখাতে পেরেছি তখন তাদের ষড়যন্ত্র ভেঙে গেছে। আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে ঐক্য দেখিয়েছি তেমনি দেশ গড়ার এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘উত্তরাঞ্চল আর উন্নয়ন বৈষম্যের শিকার হবে না। নতুন বাংলাদেশে এলাকা ভিত্তিক উন্নয়ন বৈষম্য হবে না। সকল এলাকায় সমানভাবে উন্নয়নের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের আর্থিক ও সামাজিকসহ সকল প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আমরা যে সকল প্রতিষ্ঠানকে সংস্কার করতে চাই।

পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

খুব শিগগিরই কমিশন তাদের প্রস্তাবনা জমা দেবেন। আমরা চাই আপনারা আপনাদের মতামত দিয়ে এই সংস্কার কাজে সহযোগিতা করবেন। আমরা বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই যেভাবে মানুষ দেশকে দেখতে চায়। আমরা যখনই ঐক্যবদ্ধ হই তখন যত বাধা বিপত্তিই আসুক না কেন আমরা তা অতিক্রম করতে পারি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক জেলার স্টেডিয়ামকে সংস্কার করা হবে। আমরা চাই, আগামী বছরেই উত্তরাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে সেখানে বিপিএল খেলা অনুষ্ঠিত হোক।’ তিনি আটোয়ারীতে ক্রীড়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৭০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।’

এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ