হোম > সারা দেশ > পঞ্চগড়

ব্যারিস্টারি পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন ফাহাদ

পঞ্চগড় প্রতিনিধি

ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ব্রিটেনে পড়তে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন ফাহাদ হোসেন প্রামাণিক (২৭)। সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার এক মাস পর গতকাল সোমবার রাতে ফাহাদের মরদেহ তাঁর বাড়ি পঞ্চগড়ে পৌঁছে। 

ফাহাদের বাড়ি পঞ্চগড় পৌর শহরের পূর্ব জালাসী এলাকায়। তিনি ব্যবসায়ী নাজমুল প্রামাণিকের একমাত্র ছেলে। ফাহাদ ব্রিটেনের ব্রিস্টলে আইন বিষয়ে পড়তে গিয়েছিলেন। 

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ব্রিটেনের ব্রিস্টল শহরেই সন্ত্রাসী হামলায় নিহত হন ফাহাদ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে দীর্ঘ এক মাস পেরিয়ে যায়। এরপর গত রোববার ব্রিস্টল পুলশি পরিবারের কাছে লাশ পাঠায়। মরদেহ পাঠানোর আগে গত শুক্রবার বাদ মাগরিব ফাহাদের প্রথম জানাজা নামাজ ব্রিকলেনের একটি মসজিদে সম্পন্ন হয়। 

ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত বাংলাদেশি নিউজ পোর্টাল রানারমিডিয়া ২৪ ডটকম লিখেছে, ফাহাদকে কেন হত্যা করা হলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লোনাট ভ্যালেন্টাইন (২১) ও জ্যাকব (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছরের মার্চ মাসের ২২ তারিখে ফাইনাল ট্রায়ালে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

উল্লেখ্য, ফাহাদ ২০০৯ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকার ভূঁইয়া একাডেমিতে ভর্তি হন। সর্বশেষ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমান ব্রিটেনে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে