হোম > সারা দেশ > পঞ্চগড়

উত্তরের সর্বশেষ গ্রামের ছেলে এখন শ্রমিক ফেডারেশনের নেতা

প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়) 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জাতীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের কৃতি সন্তান ও পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) এর সভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন। গত শনিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জাতীয় কমিটির এক চিঠির মাধ্যমে তথ্যটি প্রকাশ করা হয়। 

এর আগে আলহাজ্ব মোশাররফ হোসেন ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে তিনি বর্তমানে শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

শ্রমিক ফেডারেশন সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় কাউন্সিল ঢাকার বশির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও করোনার কারণে কমিটি ঘোষণা হয়নি। গত শনিবার জেলায় জেলায় চিঠি দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়ের মোশারফ হোসেন একজন দক্ষ চৌকস ও শ্রমিক নেতা হওয়ায় তাঁকে জাতীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে। 

জানা গেছে, আলহাজ্ব মো. মোশাররফ হোসেনের বাড়ি দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়া পাড়া এলাকায়। আর সেই ঝাড়ুয়া পাড়া গ্রামটি দেশের সর্ব উত্তরের ও শেষ গ্রাম। সেই গ্রামে বেড়ে ওঠা সৎ ও সাহসী যুবক হিসেবে এক সময় মানুষের বিপদে আপদে ছুটে বেড়াতেন তিনি। দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠায় লেখাপড়া বেশি এগোতে না পারায় ধরেন সংসারের হাল। সে সময়ে ওই এলাকায় তেমন কাজকর্ম না থাকায় তিনি ট্রাকের সহকারীর হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি ট্রাক চালকের প্রশিক্ষণ নিয়ে চালক হিসেবে পেশা বেছে নেন। মানুষের উপকার আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় তিনি জেলার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) বিপুল ভোটে সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে শ্রমিক সদস্য মকছেদ আলীর তিনি বলেন, `আমরা অনেক নেতা পেয়েছি তবে মোশাররফ হোসেনের মতো কোন নেতা পাইনি। আমরা কোন সমস্যায় পড়লে তিনি খবর পাওয়া মাত্রই ছুটে আসেন এবং আমাদের পাশে দাঁড়ান। আমরা গর্বিত আমাদের নেতা আজ জাতীয় কমিটির বড় পদে দায়িত্ব পালন করছেন।' 

এ দিকে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খোদা মিলন বলেন, মোশাররফ হোসেন তিনি আমাদের বাংলাবান্ধা ইউনিয়নের গর্ব। প্রত্যন্ত এলাকা থেকে উঠে আজ তিনি জাতীয় শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন এটা আমাদের গর্বের। তিনি সব সময় শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে আলহাজ্ব মো. মোশারফ হোসেন জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমি দীর্ঘদিন থেকে পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও শ্রমিক নেতা হিসেবে কাজ করছি। পঞ্চগড়ের মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা আমাকে বারবার নেতা হিসেবে নির্বাচিত করেছেন। আমি আমার জীবনের বাকি সময়টা শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমি কাজ করে যাব। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আমার পঞ্চগড়ের সকল মটর পরিবহন শ্রমিকদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে