হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে শীতের আমেজ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বইতে শুরু করেছে শীতের আমেজ। অক্টোবরের শুরুতেই হালকা বৃষ্টিতে পুরো আবহাওয়া বদলে গেছে। ভোরবেলায় কুয়াশার দেখা মিলছে। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছর এ জেলায় শীতের আগমন ঘটে তাড়াতাড়ি। তবে ডিসেম্বর-ফেব্রুয়ারির সময়টাতে এখানে নামে হাড় কাঁপানো শীত। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মো. রোকন উদ্দিন জানান, মৌসুমে বৃষ্টিপাতের তারতম্য ঘটলেই শীতের প্রকোপ বাড়তে থাকে। তাপমাত্রা কম থাকলেও হিমালয় থেকে ধেয়ে আসা উত্তরীয় হিমেল হাওয়া আছড়ে পড়ে সীমান্তবর্তী এই জেলা গুলোতে। প্রতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে দুর্ভোগ বেড়ে যায় চরমে। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় হচ্ছে শীতপ্রবণ এলাকা। দীর্ঘ সময় জুড়ে এখানে শীত স্থায়ী হওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে চা ও পাথর শ্রমিকেরা কাজ হারিয়ে অসহায় হয়ে পড়ে। আপত্কালীন সময়ে সাধারণ মানুষদের খাদ্য, শীতবস্ত্র প্রদানসহ বিভিন্ন সহায়তা করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে। 

সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলার নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য শীত মৌসুমে প্রচুর পর্যটকের ভিড় হয় তেঁতুলিয়ায়। আগত পর্যটকেরা এই জেলার ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থানসহ সমতলের চা বাগান দেখে আকৃষ্ট হয়।         

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে