হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে সাবেক ডিসি–এসপি–এমপির বিরুদ্ধে হত্যা মামলা

পঞ্চগড় প্রতিনিধি

প্রতীকী ছবি

পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার প্রায় দুই বছর পর পঞ্চগড় আদালতে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী শিরিন আক্তার। গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করলে বিচারক এস এম শফিকুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক এজাহারে অন্তর্ভুক্তির আদেশ দেন। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় আদালতের পিপি আদম সুফি। নিহত আব্দুর রশিদ আরেফিন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মামলার আর্জি ও আইনজীবী সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এবং পঞ্চগড় ১ ও ২ আসনের সাবেক তিন সংসদ সদস্যসহ মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশের চার কর্মকর্তার পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতা ও ইন্ধনে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায় এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতা আরেফিনের ওপর হামলা ও তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দলের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল আরেফিনের পরিবার।

এ বিষয়ে পঞ্চগড় আদালতের পিপি আদম সুফি বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় বাদী এখন তাঁর স্বামী হত্যার মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তপূর্বক এজাহারে অন্তর্ভুক্ত করার আদেশ দিয়েছেন।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে