পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর মাহি (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে নদীর পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মাহি হাড়িভাসা ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার সকালে মাহি বাড়ির বাইরে খেলতে যায়। এর পর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে শুক্রবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশের নদীর কাছে ডোবায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম বলেন, একদিন নিখোঁজের পর শিশুটির মরদেহ ডোবার পানি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।