ফাল্গুনের প্রথম দিনে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে; যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে সকাল থেকেই ঝলমলে রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে।
আজ শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া কার্যালয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় আজকের পত্রিকাকে বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।