হোম > সারা দেশ > পঞ্চগড়

গমখেত থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলায় গমখেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারী পাথরশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ী এলাকা থেকে ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর থানার পুলিশ। 

করিমা বেগম সদর উপজেলার অমরখানা এলাকার সোলেমান আলীর মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো করিমা বেগম পাথরের কাজের সন্ধানে তাঁর বাবার বাড়ি অমরখানা থেকে বেরিয়ে পড়েন। এদিকে রাত হলেও তিনি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে আজ সকালে অমরখানা ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় স্থানীয় এক গৃহবধূ তাঁর বাড়ির পাশের গমখেতের আইলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল তদন্তে কাজ করছে পিবিআই। 

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘খবর পাওয়ামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী