পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুকে বিয়ের কথা বলে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠুর স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বোদা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী।
এ বিষয়ে রাজু আহম্মেদ মিঠু বলেন, ‘চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’