হোম > সারা দেশ > পঞ্চগড়

মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল, নাপিত রিমান্ডে

পঞ্চগড় প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মোজাম্মেল হক (৪৮) সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকার বাসিন্দা এবং পেশায় নাপিত। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোজাম্মেল অগ্নিসংযোগের অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বিচারপ্রার্থী হিসেবে আবেদন করেন। আবেদনগুলোর পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল করে পঞ্চগড়ের পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই স্বাক্ষর ও সিল দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক জহুরুল ইসলাম খোঁজ নেন এবং জানতে পারেন, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ ঘটনায় গত বুধবার সদর থানায় মোজাম্মেল ও তাঁর অজ্ঞাত সহযোগিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এ মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল আবেদনগুলো নিজে করেছেন বলে স্বীকার করলেও পরিচিত একজনকে স্বাক্ষর দিয়ে করিয়েছেন বলে জানিয়েছেন। এখানে একটি চক্র কাজ করেছে। সরকারের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জাল স্বাক্ষর ও সিলমোহর ব্যবহার করে এ রকম আরও ঘটনা ঘটতে পারে। এ জন্য পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মোজাম্মেল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার আদালতে নিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা