হোম > সারা দেশ > পঞ্চগড়

‘আজকের পত্রিকার পাঠক-চাহিদা উল্লেখযোগ্য’

পঞ্চগড় প্রতিনিধি

বাজারে আসার অল্প দিনেই আজকের পত্রিকা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ জন্য অন্য পত্রিকার তুলনায় আজকের পত্রিকার পাঠক-চাহিদা উল্লেখযোগ্য। সেটা পত্রিকার এজেন্ট ও হকারেরাও বলে থাকেন।

আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। তাঁরা আজকের পত্রিকার সমৃদ্ধি ও সাফল্যও কামনা করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে আজ দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি ছিলেন। 

অন্যদের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি শফিকুল আলম, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সাবিবুর রহমান সাবিব, কামরুল ইসলাম কামু, মোশারফ হোসেন, রাজিউর রহমান রাজু কামরুজ্জামান টুটুল প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথিসহ অন্যরা এর আগে কেক কাটেন ও শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পঞ্চগড় প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে