হোম > সারা দেশ > পঞ্চগড়

‘আজকের পত্রিকার পাঠক-চাহিদা উল্লেখযোগ্য’

পঞ্চগড় প্রতিনিধি

বাজারে আসার অল্প দিনেই আজকের পত্রিকা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ জন্য অন্য পত্রিকার তুলনায় আজকের পত্রিকার পাঠক-চাহিদা উল্লেখযোগ্য। সেটা পত্রিকার এজেন্ট ও হকারেরাও বলে থাকেন।

আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। তাঁরা আজকের পত্রিকার সমৃদ্ধি ও সাফল্যও কামনা করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে আজ দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি ছিলেন। 

অন্যদের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি শফিকুল আলম, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সাবিবুর রহমান সাবিব, কামরুল ইসলাম কামু, মোশারফ হোসেন, রাজিউর রহমান রাজু কামরুজ্জামান টুটুল প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথিসহ অন্যরা এর আগে কেক কাটেন ও শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পঞ্চগড় প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী