হোম > সারা দেশ > পঞ্চগড়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শনিবার সকাল ৯টায় উপজেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উপজেলার আজকের তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।’ 

হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি থাকে বলে জানান রোকনুজ্জামান। তিনি বলেন, ‘এ মাসের শেষের দিকে উপজেলায় তাপমাত্রা আরও কমবে।’

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা হলে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা। অনেক সময় সকালেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কয়েক দিনের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ।

উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথরশ্রমিক মালেকা বানু বলেন, ‘কনকনে শীত অনুভূত হওয়ায় আমরা কয়েক দিন ধরে সময়মতো কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলে না।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ চলমান রেখেছি।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে