হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ৬ দিন ধরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে ৬ দিন ধরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। উত্তরের এই জেলায় গতকাল বুধবার তাপমাত্রা ৮ সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। এদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে টানা ৬ দিন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

শীতের তীব্রতা বাড়ায় বিপাকে আছেন পঞ্চগড়ের প্রায় ২০ হাজার পাথরশ্রমিক। নদীর বরফশীতল জলে নেমে পাথর তুলতে পারছেন না তাঁরা। যেদিন সূর্যের তেজ একটু বেশি থাকে, সেদিন নদীতে নামতে পারেন। তা-ও কয়েক ঘণ্টার মধ্যেই পানি থেকে উঠে পড়তে হয়। অন্য দিনগুলোতে বসেই থাকতে হয়।

জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান তিনি।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী