হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর আজ বুধবার সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্ত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। সকালে সীমান্তের ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসা করতেন তিনি।

তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ লাশ নিয়ে গেছে।’

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার শেষ রাতে স্থানীয়রা গুলির শব্দ পায়। রাতে আইনুলকে তাঁর পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে আজ বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, ‘বিএসএফ যুবকের লাশ নিয়ে গেছে। তাই আইনি প্রক্রিয়া ছাড়া দু-এক দিনের মধ্যে লাশ আনার সুযোগ নেই। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি লাশ দেখা যায়। লাশ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলছে।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে