হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে। পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। সদর উপজেলার মাগুরা এলাকায় বিদ্যুতায়িত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, তেঁতুলিয়া উপজেলায় সংঘর্ষে আরও  ১ জনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছেলে এনামুল হক (৩৫) গুরুতর আহত হন। তাঁতের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামে। আহত এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ট্রাকচালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে, পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আজাদপুর এলাকায় ডিশ কেব্‌লের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে গেলে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বুড়িমুটকি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহিদুল ওই এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে। এ সময় শহীদের ভগ্নিপতি সাদ্দাম আহত হন। 

পুলিশ জানিয়েছ, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকার শান্তি রানি নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহিদ ও সাদ্দামের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদের মৃত্যু হয়। এ ঘটনায় শহিদের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ও তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী