হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নিজ বাড়িতে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় এক ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে বল্লামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা হলেন কুরুলিয়া এলাকায় কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তাঁর দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। 

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান সেলিম শেখ। তিনি তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান। 

স্ত্রী-সন্তানদের হারিয়ে সেলিম শেখ বলেন, ‘বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা খোলা। ভেতরে ৩ জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।’ 

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া বলেন, মা ও দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে