হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলার জব্দ, গ্রেপ্তার ৬

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জাল ডলার দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলার জব্দ করা হয়েছে। এ সময় প্রতারক চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোলচত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের মো. মোজাম্মেল হক (৫৫), শতগ্রাম এলাকার রমেশ চন্দ্র বর্মণ (৩৫), মো. সোহেল ইসলাম (৩৪), পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মো. হোসেন আলী বাবু (৩৬), দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন ডিপজল (৪২) ও মো. ইয়াসিন আলী (৩২)।

অভিযানে অংশ নেওয়া পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে জাল ডলার প্রতারক চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একটি মাইক্রোবাস তল্লাশি করে প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী পিয়াস জয় আরও বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় নকল ডলার বেচাকেনার মাধ্যমে প্রতারণ করে আসছিলেন। এমনকি তাঁরা পার্শ্ববর্তী দেশেও জাল ডলারের মাধ্যমে প্রতারণা করতেন। অভিযানে তাঁদের কাছ থেকে নকল ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে