হোম > সারা দেশ > পঞ্চগড়

কাদিয়ানিদের ওপর হামলা: পুলিশের মামলায় হতাশ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। 

পঞ্চগড়ের বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সাদ্দামের বাড়ির সেমিপাকা ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তও করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

জানা গেছে, গত মার্চে আহমদিয়া মুসলিম জামাতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুটি মামলার আসামি হন সাদ্দাম। এরপর গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে থাকেন তিনি। বাড়িতে এলেও গ্রেপ্তার আতঙ্কে থাকতেন। কাদিয়ানিদের ঘটনা নিয়ে মামলায় তিনি জামিনও পাননি। গত কয়েক দিন ধরে তাঁর চলাফেরা অস্বাভাবিক ছিল, সঙ্গে হতাশও ছিলেন সাদ্দাম। 

তার বাবা আনোয়ারুল ইসলাম আফসোস করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কষ্ট একটাই। আমার ছেলে মামলার আসামি হওয়ার পর হতাশায় “আত্মহত্যা” করল।’ 

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস বলেন, ‘আমার মনে হচ্ছে এটি একটি সাধারণ আত্মহত্যা। তিনি অভিযুক্ত হলেও দোষী নন। বিচারে তিনি খালাসও পেতে পারেন। আসলে মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। হতাশা থেকেই এই আত্মহত্যা হতে পারে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা