হোম > সারা দেশ > পঞ্চগড়

চা-বাগানের ড্রেনে মিলল মাছ ব্যবসায়ীর লাশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের তিন দিন পর চা-বাগানের ড্রেনে এক ব্যবসায়ীর লাশ মিলেছে। আজ বুধবার উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে চা-বাগানের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম কাজিম (৩৫)। তিনি উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গত সোমবার (২৩ জানুয়ারি) কামরুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ী স্থানীয় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিন দিনেও তাঁর খোঁজ না পেয়ে আজ সকালে তাঁর পরিবার তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিকেলে করতোয়া নদীর পাশে চা-বাগানের ড্রেনে তাঁর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তেঁতুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মাছ ব্যবসায়ীর পরিবারের লোকজনকে খবর দিয়ে তাঁরা এসে লাশটি শনাক্ত করেন।

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ কর্মকর্তা।

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে তাপমাত্রা দশের নিচে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

৫ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার, আহত স্বামী

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রির ঘরে পারদ, বাড়ছে শীতজনিত রোগী