হোম > সারা দেশ > পঞ্চগড়

চা-বাগানের ড্রেনে মিলল মাছ ব্যবসায়ীর লাশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের তিন দিন পর চা-বাগানের ড্রেনে এক ব্যবসায়ীর লাশ মিলেছে। আজ বুধবার উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে চা-বাগানের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম কাজিম (৩৫)। তিনি উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গত সোমবার (২৩ জানুয়ারি) কামরুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ী স্থানীয় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিন দিনেও তাঁর খোঁজ না পেয়ে আজ সকালে তাঁর পরিবার তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিকেলে করতোয়া নদীর পাশে চা-বাগানের ড্রেনে তাঁর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তেঁতুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মাছ ব্যবসায়ীর পরিবারের লোকজনকে খবর দিয়ে তাঁরা এসে লাশটি শনাক্ত করেন।

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ কর্মকর্তা।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে