হোম > সারা দেশ > পঞ্চগড়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় শহরের পিটিআই এলাকায় পিকআপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় সোহেল রানা (২০) নামে অপর এক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদরের পিটিআই নামক স্থানে মহাসড়ককে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর তাতিপাড়া এলাকার ফেরদৌসের ছেলে। আহত সোহেল একই এলাকার বাবলুর ছেলে।

পুলিশ জানিয়েছে, জয়পুরহাট থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় পঞ্চগড় শহরের পিটিআই নামক এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপের সামনের চাকা ফেটে গিয়ে পিকআপটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পিকআপটি রেখে চালক পালিয়ে যায়। এ বিষয়ে ভজনপুর হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।’ 

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে