বোদা (পঞ্চগড়): করতোয়া নদী খননের বালু ও পানি ফেলার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হৃদয় ইসলাম (৮) ও আল-আমিন (৭) একই এলাকার যথাক্রমে রফিকুল ইসলাম ও আল-আমিন ওরফে কেরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিকারপুর-কপালকাটা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে করতোয়া নদীর পুনঃখননের কাজ চলছে। গতকাল বিকালে হৃদয় ও আল আমিন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কপালকাটা এলাকায় করতোয়া নদীর ধারে খেলছিল। নদীখননের বালু ও পানি ফেলার পাইপের মুখে সৃষ্ট গর্তের পাশেই খেলছিল তারা। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন দুই পরিবারের সদস্যরা। স্থানীয়রা তাঁদের সঙ্গে যোগ দেন। অনেক খোঁজাখুজির পর বালির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী নদী পুনঃখননের বালি চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।