হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে হাসপাতালে কয়েদির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সোলায়মান আলী (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়। আজ বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। 

জেলা কারাগার সূত্র জানায়, সোলায়মান আলী জমি সংক্রান্ত একটি মামলায় এক মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত সোমবার পঞ্চগড় সহকারী জজ আদালতে মামলার রায়ে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। ওই দিন বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে কারাফটক থেকেই তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পঞ্চগড় কারাগারের ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন বলেন, সোলেমান আলীকে কারাগারের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ভূইয়া, আগে থেকেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। তিনি মাদকাসক্তও ছিলেন। তার হৃদ্‌রোগে কিছু জরুরি সেবা দরকার ছিল যেটি আমাদের হাসপাতালে ছিল না। সাধ্যমতো চিকিৎসা দিলেও তিনি মারা যান। 

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে