পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সোলায়মান আলী (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়। আজ বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়।
জেলা কারাগার সূত্র জানায়, সোলায়মান আলী জমি সংক্রান্ত একটি মামলায় এক মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত সোমবার পঞ্চগড় সহকারী জজ আদালতে মামলার রায়ে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। ওই দিন বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে কারাফটক থেকেই তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পঞ্চগড় কারাগারের ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন বলেন, সোলেমান আলীকে কারাগারের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মারা যান।
সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ভূইয়া, আগে থেকেই তিনি হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। তিনি মাদকাসক্তও ছিলেন। তার হৃদ্রোগে কিছু জরুরি সেবা দরকার ছিল যেটি আমাদের হাসপাতালে ছিল না। সাধ্যমতো চিকিৎসা দিলেও তিনি মারা যান।