হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন, নারী-শিশুসহ আটক ২৬

পঞ্চগড় প্রতিনিধি 

আটক নারী, পুরুষ, শিশুদের পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবার নারী-শিশুসহ ২৬ জনকে পুশ ইন করেছে। গতকাল সোমবার (২ জুন) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

আজ মঙ্গলবার ভোরে হাঁড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ৯ জনকে আটক করে স্থানীয় গ্রাম পুলিশ। পরে তাদের বিজিবির ঘাগড়া বিওপি ক্যাম্পে হস্তান্তর করা হয়। অপর দিকে চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া আরও ১৭ জনকে আটক করেন বিজিবির শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। পরবর্তীকালে বিজিবি উভয় স্থান থেকে আটক মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ শিশু রয়েছে। আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিমানে এনে বিএসএফ তাঁদের সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, আটক ব্যক্তিদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে