হোম > সারা দেশ > পঞ্চগড়

বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সোহাগ ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে ৷ এ ঘটনায় গুরুতর আহত হয়েছে লিমন (১০) নামে আরও এক শিশু ৷ 

আজ শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের গড়দিঘী এলাকায় এ ঘটনা ঘটে ৷ 

মৃত সোহাগ ইসলাম জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের গোবিন্দগুরু এলাকার আতিউর রহমানের ছেলে। আহত শিশু লিমন দেবীগঞ্জ শালডাঙা ইউনিয়নের গড়দীঘি আদর্শগ্রাম এলাকার জাহিদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শালডাঙা ইউনিয়নের গড়দীঘি এলাকার বাসিন্দা বেলুন ব্যবসায়ী আলিম উদ্দিনের বাড়িতে আগামীকাল ঈদের দিন বিক্রির উদ্দেশ্যে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভর্তি করছিল সোহাগ। একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে মারা যান সোহাগ। এ সময় লিমন পাশে থাকায় সেও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৷ 

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

পঞ্চগড় ১ ও ২ আসন: তরুণদের টানার চেষ্টায় প্রার্থীরা

পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

শিগগির আরও বড় জোট হবে: সারজিস আলম

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা আজ ১৩.৫ ডিগ্রি