হোম > সারা দেশ > পঞ্চগড়

শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জুবায়ের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন। 
 
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন। 

জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 

মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’ 

জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’ 

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে